হোম > সারা দেশ > কুষ্টিয়া

দাফনের ৩ দিনপর কবর থেকে মরদেহ উত্তোলন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় তিন দিন পরে কবর থেকে খাইরুল ইসলাম রতন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে ছেঁউরিয়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করেন নিহতের স্বজনেরা। এ সময় কুমারখালী থানার পুলিশ উপস্থিত ছিলেন।

নিহত খাইরুল ইসলাম রতন ঢাকা গাজিপুর জেলার কালিগঞ্জের দক্ষিণ খালপাড়া এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, প্রায় চার বছর যাবৎ রতন ছেঁউড়িয়ার বাউল সম্রাট লালন ফকিরের মাজারে ছিলেন। তাঁকে সবাই গিটার পাগল নামেই চিনতেন। গত সোমবার সকালে লালন শাহ মাজার মাঠে তাঁর মরদেহ পাওয়া যায়। পরে বেওয়ারিস হিসেবে ছেঁউরিয়া কবরস্থানে জেলা প্রশাসকের অনুমতিতে মরদেহ দাফন করা হয়। এরপর মরদেহের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ও প্রশাসনিকভাবে প্রচার করা হয়। 

ছবি দেখে নিহতের মেজো ভাই শহিদুল ইসলাম মানিক ও ছোট ভাই জাহিদুল ইসলাম মুক্তা আজ বুধবার সন্ধ্যায় ছেঁউরিয়া এলাকায় আসেন। এসে রাত ৮টার দিকে কবর থেকে মরদেহ উত্তোলন করে নিয়ে যান। এ সময় কুমারখালী থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হয়েছিল। আজ তাঁর দুই ভাই মরদেহ শনাক্ত করে উত্তোলন করে নিয়ে গেছেন।

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা