হোম > সারা দেশ > কুষ্টিয়া

ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ওই শিশুর নানির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর মালিথাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নানি রহিমা খাতুনকে আটক করেছে মিরপুর থানা-পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকার জাকারিয়ার মেয়ে জান্নাতুল (১৫ মাস) কয়েক দিন আগে একই উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর মালিথাপাড়ায় নানা জিয়ারুলের বাড়িতে বেড়াতে আসে। 

মঙ্গলবার বিকেলে ঘুমন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন নানি রহিমা খাতুন শিশু জান্নাতুলকে উঠিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে ফেলে দেয়। বাড়ির লোকজন পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। 

পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাবরিনা হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। 

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে শিশুটির নানিকে আটক করা হয়েছে। শিশুটিকে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার