হোম > সারা দেশ > কুষ্টিয়া

২৪ কিমি পথ হেঁটে ভাষাশহীদদের স্মরণ করলেন ইবির পাঁচ শিক্ষার্থী 

ইবি প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণে ২৪ কিলোমিটার পথ হেঁটেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে রওনা হয়ে বেলা সাড়ে তিনটায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছান। 

এ সময় তাঁদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিলেন সহপাঠীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন তাঁরা। 

পাঁচ শিক্ষার্থী হলেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায়, নাদিম মাহমুদ, রোকনুজ্জামান রায়হান, শোহেব আফজাল সিদ্দিকী ও আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন হোসাইন। 

জানা যায়, বর্তমানে প্রভাতফেরির প্রচলন হারিয়ে যাওয়া, আঞ্চলিক ভাষাকে সম্মান প্রদর্শন ও ভাষার শুদ্ধ উচ্চারণের বার্তা নিয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায় প্রথম এ যাত্রার কথা ভাবেন। যেই ভাবনা সেই কাজ বিজনের। এরই মধ্যে বিজনের সঙ্গে যোগ দেন আরও চার শিক্ষার্থী। 

এ বিষয়ে শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথিবীতে এমন কোনো নজির নেই, যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষাশহীদদের স্মরণে ও শ্রদ্ধা নিবেদনের জন্য নিজেদের জায়গা থেকে এই প্রয়াস। আমাদের এই যাত্রার মাধ্যমে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন, শুদ্ধাচার, আঞ্চলিক ভাষাকে সম্মান এবং হারিয়ে যাওয়া প্রভাতফেরির বার্তা দিতে চাই।’ 

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ