হোম > সারা দেশ > কুষ্টিয়া

‘প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাই’ 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো পুনরায় সচল করার অভিযোগ পাওয়া গেছে। ভাটাগুলো উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবস্থিত। 

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৭ ডিসেম্বর চরসাদীপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করার অপরাধে ছয়টি ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় ভাটার পাঁচটিকেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন। 

চরসাদীপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বর্গকিলোমিটারের ইউনিয়নটি পদ্মা নদীর পারে অবস্থিত। তার মধ্যে পদ্মা নদীতে ভেঙে গেছে প্রায় পাঁচ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ইটভাটা রয়েছে ছোট-বড় মিলিয়ে ১৮টি। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের মাত্র দুই দিন পরেই আবারও চালু করা হয়েছে এসব অবৈধ ইটভাটা। অর্থের প্রভাবে পুনরায় চালু হয়েছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুমোদনহীন এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি। আর ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।’ 

ইটভাটার মালিক মো. জুলহক মণ্ডল বলেন, ‘সেদিন স্যারেরা ভাটা ভেঙে দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিল। পরে রসিদ দিয়ে বলেছিল, এবার চালান। সামনের বছর আর চালানো যাবে না। তাই আবার ভাটার কাজ শুরু করেছি। আমরা তো সভাপতি শহিদের মাধ্যমে প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাই।’ 

এ বিষয়ে চরসাদীপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন বলেন,  ‘আমরা গরিব মানুষ। ইটভাটা তৈরি করে ফেলেছি। তাই পরিবেশ অধিদপ্তরের স্যারেরা বলেছেন এই বছরটা ভাটা চালান। তবে ভাটা চালানোর জন্য কাউকে টাকা দিই না।’ 

অবৈধ ইটভাটার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘অবৈধ ইটভাটাগুলো অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটা চালু করলে আবারও অভিযান পরিচালনা করা হবে।’ 

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা