হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের তদন্ত প্রতিবেদন জমা

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ রোববার উপাচার্য কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সাইফুল ইসলাম। 

এর আগে গত ৯ সেপ্টেম্বর র‍্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরদিন ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটি তদন্তের জন্য কমিটি গঠন করে। 
 

তদন্ত প্রতিবেদনে ভুক্তভোগী–অভিযুক্তদের সাক্ষাৎকার এবং তথ্য-উপাত্ত রয়েছে। প্রতিবেদনটি পরবর্তীতে ছাত্র শৃঙ্খলা সভায় উঠবে। সভা থেকে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানা যায়। 

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি। বিভাগের অন্য শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। তাতে ভুক্তভোগীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার সত্যতা পেয়েছি। তদন্তে উঠে এসেছে ভুক্তভোগী বিভিন্নভাবে র‍্যাগিংয়ের স্বীকার হয়েছে। তদন্ত কমিটির সবার স্বাক্ষর সংবলিত ১৬ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ ঘটনায় আটজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।’ 

তদন্ত কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দিয়েছি।’ তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের বিষয়ে কিছুই বলা যাবে না।’

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি