হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার মিনাজপুর বানপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আব্দুল খালেক এবং আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ঈদগাহ পাড়ার নাজমুল হক।

জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুন এক মেয়েশিশুকে ডালিম দেওয়ার কথা বলে বাগানের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে খালেককে আসামি করে পরদিন জীবননগর থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন একই বছরের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

অন্যদিকে আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করেন নাজমুল। সেই সঙ্গে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এতে নাজমুলকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালীন উপপরিদর্শক খসরু আলম।

রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহজাহান মুকুল বলেন, দুটি মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে উভয় আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। রায়ে ভুক্তভোগীদের পরিবার সন্তুষ্ট। এসব রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার