হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় বাস চাপায় দুই কলেজছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় বাস চাপায় পারভেজ হোসেন পিয়াস (২০) এবং আবু মুছা (১৮) নামে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খোকসার বিলজানি ফুলতলা মোড় এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পারভেজ হোসেন পিয়াস খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার চর জগন্নাতপুর গ্রামের আবু ইসাহাকের ছেলে। পারভেজ এবং মুছা দুজনেই খোকসার শমসপুর কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পারভেজ এবং আবু মুছা দুজনে বন্ধু। তারা একটি মোটরসাইকেলে কলেজ থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার বিলজানি ফুলতলা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পদ্মা-গড়াই পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পারভেজ এবং মুছা নিহত হয়। খবর পেয়ে খোকসা থানা-পুলিশ গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

ওসি আরও বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে পুলিশে দেয়। তবে এর চালক এবং হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা