হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে আম বাগানে বোমা বিস্ফোরণে কৃষক আহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের একটি আম বাগানে বোমা বিস্ফোরণে সোহান (৪০) নামের এক কৃষক আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় সোহানকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর বাড়ি শোলমারী গ্রামে। সোহান বিএনপির কর্মী বলে জানান স্থানীয় লোকজন।

বিস্ফোরণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসান খান। তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বোমা বানাতে গিয়ে, না পড়ে থাকা বোমার বিস্ফোরণে সোহান আহত হয়েছেন বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে।’

শোলমারী গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, শোলমারী গ্রামের মাঠে নিজের কলাখেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সোহান। এ সময় ওই গ্রামের একটি আমবাগানের রাস্তায় পৌঁছালে বিকট শব্দে আওয়াজ হয়। বিস্ফোরণের শব্দ শুনে মাঠে আশপাশের কৃষকেরা এগিয়ে আসেন। সেখানে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।

স্থানীয়রা সোহানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পেট ও হাতের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে মুকুল হোসেন।

এদিকে ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসানের নেতৃত্ব অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসান খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার