হোম > সারা দেশ > খুলনা

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা থানার পুলিশ গলায় রশি প্যাঁচানো অবস্থায় সুরাইয়া খাতুন (১৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আজ রোববার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ ওই নারীর স্বামী তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সুরাইয়া পূর্ব গজালিয়া গ্রামের আক্তারুল গাজীর মেয়ে। আট মাস আগে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে তরিকুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। 

আক্তারুল গাজী বলেন, ‘তরিকুল প্রায় সময় মেয়েকে আমার কাছ থেকে টাকা নিতে বলত। আমি মেয়ের সুখের জন্য লক্ষাধিক টাকা দিয়েছি। কয়েক দিন ধরে আমার মেয়েকে মারধর করে টাকার জন্য চাপ দিচ্ছিল। আমি ভ্যান বেঁচে টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু সেই সময় দেয়নি আমার জামাই। শনিবার রাতে আমার মেয়েকে মারধর করে ঘাড় ভেঙে গলায় রশি পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। রোববার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।’ 

এদিকে এ ঘটনায় আক্তারুল গাজী মেয়েজামাই তরিকুল ইসলামকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন।

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে। এ ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ