হোম > সারা দেশ > যশোর

মাছের ঘের থেকে ইজিবাইক চালকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাছের ঘের থেকে রাশেদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের উলুর বটতলা এলাকায় আজিজুর রহমান সরদারের মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রাশেদ ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ি গ্রামের জসীম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন। 

ঘের মালিক আজিজুর রহমান সরদার বলেন, ‘শুক্রবার আনুমানিক দুপুর ১২টার দিকে আমি মাছের খাবার দিতে ঘেরে যাই। এ সময় ধোপাদী-ডহরমশিয়াহাটী সংযোগ সড়ক সংলগ্ন ঘেরের পাড়ে জিন্সের প্যান্ট ও কালো টিশার্ট পরা গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে ঘের থেকে লাশ উদ্ধার করে।’ 

ধোপাদী গ্রামের বাসিন্দা যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা বলেন, ‘জিন্সের প্যান্ট ও টিশার্ট পরা নিহত যুবকের গলায় চিকন রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। ঘটনাস্থলের সামনের সড়কে প্রতিদিন সন্ধ্যার পর থেকে বহিরাগত যুবকদের মোটরসাইকেলযোগে আনাগোনা করতে দেখা যায়।’ 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান আজকের পত্রিকাকে বলেন, মাছের ঘের থেকে রাশেদ নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। 

 

 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা