হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিয়াম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় অপর মোটরসাইকেল আরোহী বকুল হোসেনও (১৫) গুরুতর আহত হয়। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

সিয়াম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের মো. হাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানান, সিয়াম ও বকুল মোটরসাইকেলে চেপে সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী খলিসাকুণ্ডি বাজারে যাচ্ছিল। পথে আকুবপুর বাজারের কাছে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ডাম্পট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত সিয়াম ও বকুলকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই সিয়াম মারা যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। 

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয়রা চালকসহ ট্রাকটি পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’