হোম > সারা দেশ > কুষ্টিয়া

ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করে এক যুবকের কাছে থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া মাঠপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক দুই যুবক হলেন মো. মনজুর আলম (২৭) ও মো. সোহান (২৮)। মনজুর আলম উপজেলার সাতবাড়িয়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং মো. সোহান কোদালিয়াপাড়ার শাজাহান আলীর ছেলে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সাতবাড়িয়া মাঠপাড়া গ্রামের মো. মমিনের বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় ওই দুই যুবক। এ সময় তারা মমিনকে খুঁজতে থাকে। তারা মোমিনের বাবাকে বলে, আপনার ছেলের নামে অভিযোগ আছে, মমিন কোথায়? মমিন বাড়িতে নেই জানানো হলে তার বাবাকে ভয়ভীতি দেখানো হয়। এ সময় ভুক্তভোগী মমিন বাড়িতে ঢুকতেই তাকে ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মমিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে।’

ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘এ বিষয়ে মোমিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুজনের নামে মামলা দায়ের হয়েছে।’

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’