হোম > সারা দেশ > কুষ্টিয়া

ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করে এক যুবকের কাছে থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া মাঠপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক দুই যুবক হলেন মো. মনজুর আলম (২৭) ও মো. সোহান (২৮)। মনজুর আলম উপজেলার সাতবাড়িয়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং মো. সোহান কোদালিয়াপাড়ার শাজাহান আলীর ছেলে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সাতবাড়িয়া মাঠপাড়া গ্রামের মো. মমিনের বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় ওই দুই যুবক। এ সময় তারা মমিনকে খুঁজতে থাকে। তারা মোমিনের বাবাকে বলে, আপনার ছেলের নামে অভিযোগ আছে, মমিন কোথায়? মমিন বাড়িতে নেই জানানো হলে তার বাবাকে ভয়ভীতি দেখানো হয়। এ সময় ভুক্তভোগী মমিন বাড়িতে ঢুকতেই তাকে ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মমিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে।’

ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘এ বিষয়ে মোমিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুজনের নামে মামলা দায়ের হয়েছে।’

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

বন্দিবিনিময় চুক্তি: ভারত থেকে এল ৩২ জেলে, ফিরে গেল ৪৭ জেলে

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

কুষ্টিয়ায় নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নির্বাচনী প্রচারে গিয়ে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা