হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় ১ হাজার সরকারি গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পারে লাগানো এক হাজার গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭ এন খালে এ ঘটনা ঘটে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ২০ জুন কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭ এন খালের দুই পারে প্রায় তিন হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। চারা রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়। তবে গতকাল রাতে দুর্বৃত্তরা খাল পারের প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলেছে। 

ফুলহরি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু বকর বিশ্বাস বলেন, ‘কিছুদিন হলো এই খালের পারে গাছ লাগানো হয়েছে। স্থানীয়ভাবে তা দেখভাল করা হচ্ছিল। গাছগুলো যেন নষ্ট না হয় সে জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়। তবে শনিবার রাত ১১টার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলেছে। আর খাঁচাগুলো খালের মধ্যে ফেলে দিয়েছে। আমরা এই অপকর্মের বিচার দাবি করছি।’

ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ‘সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিল। কিন্তু এলাকার কিছু লোক সেই উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা গাছগুলো উপড়ে ফেলেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সরকারের অনুন্নয়ন ও রাজস্ব খাতভুক্ত প্রকল্পের আওতায় ওই খালে তিন হাজার গাছের চারা রোপণ করেছিলাম। গাছগুলো বড় হলে এলাকার মানুষই উপকৃত হতো। কিন্তু প্রায় এক হাজার গাছ নষ্ট করে দিয়েছে।’

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের