হোম > সারা দেশ > খুলনা

বিএনপি-জামায়াত মাছ না পেয়ে ছিপে কামড় দিচ্ছে: সংসদ সদস্য চঞ্চল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, ‘দেশের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত আজ দিশেহারা। তারা এখন মাছ না পেয়ে ছিপে কামড় দিচ্ছে।’ আজ বুধবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর সোনি আবাসিকের সামনে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। 

চঞ্চল আরও বলেন, ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাস রুখে দিতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। কোনোভাবেই তাদের সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করার সুযোগ দেওয়া হবে না।’ 

শান্তি সমাবেশে শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহসভাপতি ফারজেল হোসেন মণ্ডল, সহসভাপতি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, সাবেক যুবলীগ সভাপতি মীর কাশেম, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। 

শান্তি সমাবেশ উপলক্ষে আজ দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন স্থানীয় সোনি আবাসিকের সামনে। তাঁদের মুখে ছিল সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি