নড়াইলের কালিয়ায় ইটবোঝাই ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী রুবেল মোল্যা (৩৩) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক আরোহী।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলার কালিয়ায়-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে। তিনি ১৫ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে রুবেল তাঁর শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি ইটবোঝাই ট্রলি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রুবেল নিহত হন। আহত রাসেলকে প্রথমে কালিয়ায় ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রলিচালক পলাতক রয়েছেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত রুবেল মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’