হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে পুলিশের ২ কর্মকর্তাকে প্রত্যাহার

যশোর মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার যশোর পুলিশ লাইনে সংযুক্ত হয়েছেন তারা। কর্মকর্তারা হলেন–উপপরিদর্শক (এসআই) আশিকুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন। 

মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন দুই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কি কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে তা জানাননি। 

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জুন রাতে উপজেলার গৌরীপুর গ্রামে হাসিবুর রহমান নামে এক যুবককে ছুরিকাঘাত করে মুরাদ হোসেন নামে স্থানীয় আরেক যুবক। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান। এ সময় স্থানীয়রা মুরাদকে ছুরিসহ পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ মামলা না দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। 

ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে হাসিবুর রহমানের বাবা শফিকুল ইসলামকে নানা রকম হুমকি–ধামকি অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৮ জুন যশোর আদালতে দুই কর্মকর্তাসহ ও ছুরিকাঘাতকারী মুরাদকে অভিযুক্ত করে একটি মামলা করেন শফিকুল ইসলাম। ওই মামলার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে একটি সূত্র জানায়।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার