যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আবু সাঈদ, দক্ষিণ বারোপোতা গ্রামের আরিফ হোসেন, শিকড়ী গ্রামের কবির হোসেন, নামাজ গ্রামের বাবু আব্বাস আলী, ঘিবা গ্রামের খাচইরুল ইসলাম, ভবারবেড় গ্রামের সালাম, সাদিপুর গ্রামের জাহিদুল ইসলাম, একই গ্রামের বছির ও ভবারবেড় গ্রামের টুটুল শেখ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, তাঁদের কাছে খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।