হোম > সারা দেশ > খুলনা

সুবিধাবঞ্চিতদের মাঝে বিজেএসসি খুবি সংসদের ইফতার বিতরণ

প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়: সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)'র খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার (১০ মে) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হলরোড এলাকার ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সংগঠনটির সদস্যরা এ ইফতার বিতরণ করেন।

সংগঠনটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তারা বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয় হলরোড এলাকায় প্রায় ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। এ সময় ইফতার বিতরণ অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম, বিজেএসসি খুলনা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইবনুল হাসান ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইবনুল হাসান বলেন, আমরা আজকে কিছু মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। এরজন্য বিজেএসসি খুবি সংসদের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ তাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হতো না। তিনি আরও বলেন, ভবিষ্যতে আমরা আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করবো।

প্রসঙ্গত, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)'র খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ ২০১৮ সালে যাত্রা শুরু করে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার