মাগুরার মহম্মদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ায় তানভির রহমান রাজু (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করার পর আজ শুক্রবার সকালে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ শুক্রবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মোছা. বেবী নাজনীন মামলাটি করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
গ্রেপ্তার তানভির পেশায় ইটভাটা ব্যবসায়ী। তিনি মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
তানভিরের ফেসবুক ওয়াল ঘেঁটে আরও দুটি পোস্ট পাওয়া গেছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার করা সেই পোস্ট দুটিতে কারও নাম উল্লেখ নেই। তবে ধারণা করা হচ্ছে, সেই পোস্ট দুটিও বেবী নাজনীনকে ইঙ্গিত করেই করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুমার রায় বলেন, আসামি তানভিরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।