হোম > সারা দেশ > যশোর

রান্নাঘরে স্ত্রীর সঙ্গে দেখে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা কাটাখাল এলাকার আফিল রোডের ক্যাসেট বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক হাসান (২২) কৃষ্ণনগরের কারিগরপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। 

ঘাতক কিসমত বাবু ওরফে ক্যাসেট বাবু (২৫) আফিল রোডের কাশেম মোড়লের ছেলে। ঘটনার পর থেকে ক্যাসেট বাবু ও তাঁর স্ত্রী রিয়া খাতুন (২০) পলাতক রয়েছেন। 
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া খাতুনের সঙ্গে তৌফিকের পরকীয়া সম্পর্ক ছিল। গতকাল শুক্রবার রাতে রান্নাঘরে স্ত্রীর সঙ্গে কৌশিককে দেখে ফেলেন বাবু। এ ঘটনার জের ধরে শনিবার সকালে মোবাইল ফোনে তৌফিককে বাড়িতে ডেকে নিয়ে আসেন ক্যাসেট বাবু। পরে সেখানে তাঁকে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎকরা তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর মৃত্যু হয় তৌফিকের। 

নিহতের খালা রত্না খাতুন বলেন, ‘প্রতিদিনের ন্যায় আফিল ফার্মে কাজে যাচ্ছিল তৌফিক। বাবুর ফোনকল পেয়ে আফিল রোডে তাঁদের বাড়িতে যায় তৌফিক।’ 

তৌফিকের চাচাতো ভাই মো. শাহিন বলেন, ‘ক্যাসেট বাবু ও কৌশিকের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল। দুজন-দুজনের বাড়িতে যাতায়াত ছিল।’ 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, পরকীয়ার জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার