হোম > সারা দেশ > খুলনা

চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার মেশিনের মালিক শেখ ফরিদ ভুট্টুকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

গতকাল রোববার বিকেলে মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযানে চৌদ্দগ্রাম থানার এসআই নূর উদ্দিন উপস্থিত ছিলেন।

আল-আমিন সরকার জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০' অনুযায়ী ড্রেজারের মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে গর্ত করে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারাই পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নেওয়া হবে বলের জানান তিনি।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে