হোম > সারা দেশ > খুলনা

দরজা ভেঙে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার  

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক এনজিও কর্মকর্তার শোবার ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।

নিহত সাইদুর রহমান (৫৫) ওয়েভ ফাউন্ডেশনের কোটচাঁদপুর শাখার ম‍্যানেজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা বাজার এলাকার মৃত ওমর আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে গতকাল রোববার রাতে অফিস সংলগ্ন শোবার ঘরে যান তিনি। আজ সোমবার সকালে অফিসের সবাই এসে ওই ঘরের দরজা বন্ধ দেখতে পান।

এরপর তারা অনেক বার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শোবার ঘরের দরজা ভেঙে ওই কর্মকর্তার মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করেন। পরে তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ ছেড়ে দেন।

সহকর্মী জামাল উদ্দিন বলেন, ‘এক বছর হলো এ অফিসে কাজ করেন সাইদুর রহমান স্যার। আমার জানা মতে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। প্রতিদিনের মতো তিনি অফিসের কাজ শেষ করে শোবার ঘরে ঢোকেন। সকালে বের হয়ে অফিস করেন। তবে রোববার রাতে তিনি সুস্থ হিসেবে ঢুকলেও আজ সোমবার বের হলেন লাশ হয়ে।’

স্ট্রোকের কারণে ওই কর্মকর্তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন সহকর্মী ও তাঁর স্বজনেরা।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা খাতুন বলেন, ‘খবর পেয়ে থানার এসআই রমজান হোসেন ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপর মৃতের আত্মীয়স্বজনদের অনুরোধে ওসি স্যার যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ ছেড়ে দেন।’

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক