হোম > সারা দেশ > খুলনা

কেএমপির পুলিশ কমিশনার ফের অবরুদ্ধ, সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ

খুলনা প্রতিনিধি

কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এতে কেএমপির পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা কেএমপি সদর দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ও উপপুলিশ কমশিনার এম এম শাকলিজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।

যে অভিযোগে কেএমপি কমিশনারের পদত্যাগ চাইছেন শিক্ষার্থীরা, সেই এসআই সুকান্তকে আজ গ্রেপ্তার করা হলেও তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেএমপি সদর দপ্তরের সামনের সড়কে ব্যারিকেড দেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরে আন্দোলনের জ্যেষ্ঠ মুখপাত্র রুমি রহমান বলেন, ‘দুর্নীতিবাজ পুলিশ কমিশনারকে অবশ্যই দায়িত্ব ছাড়তে হবে। তাকে অপসারণ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ আন্দোলনরত অপর এক শিক্ষার্থী বলেন, ‘খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যর্থ হয়েছে। বর্তমান পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার খুলনায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী লীগের দোসরদের তিনি গ্রেপ্তার করছেন না। আমরা ব্যর্থ পুলিশ কমিশনারকে দেখতে চাই না। আমরা কেএমপি কমিশনার হিসেবে একজন দেশপ্রেমিক যোগ্য লোককে চাই।’ রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা