হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে কাল থেকে ৭ দিনের লকডাউন

প্রতিনিধি

কেশবপুর (যশোর): কেশবপুরে করোনা প্রতিরোধে কঠোর বিধিনিষেধের পর কাল বুধবার ভোর ৬টা থেকে ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের এক বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ২৩ জুন সকাল ৬টা থেকে ২৯ জুন পর্যন্ত কেশবপুর উপজেলাজুড়ে কঠোর লকডাউন চলবে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, চায়ের দোকানসহ সবকিছু বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। এমনকি কোনো ইউনিয়ন থেকে নছিমন, ইজিবাইক, ভ্যান-রিকশা কেশবপুর শহরে ঢুকতে পারবে না।

আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে লকডাউন বাস্তবায়নে বক্তৃতা দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর থানার ওসি বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর ইসলাম মুক্ত, আব্দুস সামাদ ও প্রভাষক আলাউদ্দিন আলা, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, কেশবপুর বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জী উজ্জ্বল, কেশবপুর উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি কনক সেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় কেশবপুরে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সম্প্রতি ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন বলেন, লকডাউন কার্যকর করতে এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার ভোর ৬টা থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে। লকডাউনের ভেতর প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। তা ছাড়া যাত্রীবাহী সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হবে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার