হোম > সারা দেশ > খুলনা

মা-বাবার সঙ্গে মাছ ধরা হলো না রজনীর

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় মা-বাবার সঙ্গে পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে রজনী খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজেদের বাড়ির পাশে সে ডুবে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রজনী উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

রজনীর বাবা রেজাউল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে তিনি স্ত্রীসহ নিজেদের বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। রজনী তাঁদের ধরা মাছ দেখছিল এবং সংগ্রহ করে পাত্রে রাখছিল। এর কোনো এক সময় রজনী পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্ত্রী ও স্থানীয়দের সহায়তায় রেজাউল নিজেই উদ্ধার করে রজনীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে রজনীকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার