বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন (৮৩) মারা গেছেন। আজ সোমবার বিকেলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হোসেনউদ্দীন হোসেনের ছোট ছেলে সজল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
হোসেনউদ্দীন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৫৫ সালে কলকাতা থেকে প্রকাশিত লোকসেবক পত্রিকায় হোসেনউদ্দীনের প্রথম কবিতা ছাপা হয়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০। এর মধ্যে কবিতার বই দুটি, গল্পের বই দুটি, ছোটগল্পের বই দুটি, উপন্যাস ছয়টি, ইতিহাসের বই চারটি, বিদেশি সাহিত্যের বই তিনটি, জীবনী একটি, প্রবন্ধের পাঁচটি বই উল্লেখযোগ্য। তিনি তিনটি বই সম্পাদনা করেছেন।