হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে মাদক মামলায় ৩ জন কারাগারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আসামিরা হলেন-কুমারখালী পৌরসভার এলংগীপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, আজিম ইসলামের ছেলে নাজমুল ইসলাম ও উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে রবিউল ইসলাম। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এলংগীপাড়া এলাকায় থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে আসামি মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে ৪৩ লিটার তাড়ি (মাদকদ্রব্য) জব্দ করা হয়। পরে মতিয়ারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-২। ওই মামলায় আজ আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তালগাছের রসের সঙ্গে ঘুমের ওষুধসহ বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে পচানোর পর মাদকদ্রব্য তাড়ি তৈরি করা হয়। যা সম্পূর্ণ নিষিদ্ধ। আসামিদের তিনজনের নামে থানায় মামলা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো আপস নেই। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার