হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের ৮ম চালান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

মেট্রোরেলের আরও ৮টি বগি ও ৪টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এম. ভি হরিজন-৯। পয়লা ফেব্রুয়ারি জাপানের কোব বন্দর থেকে ৮ম চালানের এ মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। পরে আজ সোমবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। 

মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ করতে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। যাত্রী ওঠানামার জন্য থাকবে ১৬টি স্টেশন। 

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আজ আসা ৮ম চালানের মধ্যে রয়েছে ৮টি বগি ও ৪টি ইঞ্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ টন ওজনের মেশিনারি সরঞ্জামাদি। 

মো. ওয়াহিদুজ্জামান আরও বলেন, দুপুর থেকেই মালামাল খালাস করা শুরু হয়েছে। এরপর নদীপথে এসব মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৮টি চালানে মেট্রোরেলের ৪৮টি বগি ও ২৪টি ইঞ্জিন এসেছে। এর আগে ৭টি চালানে ৪০টি বগি ও ২০টি ইঞ্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ি ডিপোতে পাঠানো হয়। সেসব বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। যা বন্দরের পূর্ণ সক্ষমতার প্রমাণ রেখেছে। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক