হোম > সারা দেশ > খুলনা

ইবিতে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের পর ক্যাম্পাসে তল্লাশি

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ককটেলসদৃশ ছয়টি বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত এবং আজ শুক্রবার সকালে এসব বস্তু উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তুগুলো সংগ্রহের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ক্যাম্পাস তল্লাশির সিদ্ধান্ত নেয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা এই অভিযান চালান। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে প্রায় ২৫ জন পুলিশ ও নিরাপত্তাকর্মীদের নিয়ে এ অভিযান শুরু হয়। কয়েকটি দলে বিভক্ত হয়ে তাঁরা পুরো ক্যাম্পাস তল্লাশি চালান। 

পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পাশে তল্লাশি অভিযান শেষ হয়। তবে তল্লাশিতে নতুন করে কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সার্বিক বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পুরো ক্যাম্পাসে তল্লাশি অভিযান চালাতে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে আমরা তল্লাশি চালিয়েছি। তবে নতুন করে কিছু পাওয়া যায়নি। আমাদের নজরদারি ও বাড়তি নিরাপত্তা জোরদার করা আছে। দোষীদের শনাক্তকরণে কাজ চলছে। উদ্ধার করা বস্তুগুলো কী ধরনের বিস্ফোরক, তা পরীক্ষা করতে র‍্যাবের কাছে পাঠানোর কার্যক্রম চলছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ক্যাম্পাস তল্লাশি চালিয়েছি। তবে নতুন করে কোনো ককটেলসদৃশ বস্তু উদ্ধার হয়নি। শনিবার থেকে সবকিছু স্বাভাবিক চলবে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা