হোম > সারা দেশ > খুলনা

জমিতে পানি তোলাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে জখম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

ধানেখেতে পানি ওঠানোকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে দুজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠেরচক গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় আহত মন্টু মণ্ডল (৫৫) ও জগদীশ মণ্ডলকে (২১) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্পর্কের চাচা ও ভাইপো আহত দুজন যথাক্রমে একই গ্রামের মৃত বীরেন্দ্র মণ্ডল ও রবীন্দ্র মণ্ডলের ছেলে। 

আহতদের নিকটাত্মীয় আকিঞ্চন মণ্ডল বলছে, তাঁর কাকা মন্টু মণ্ডল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী নিজের ধানখেতে পানি তোলার প্রস্তুতি নেয়। এ সময় তাঁর অপর কাকার ছেলে মণীন্দ্র, কৃষ্ণপদ, হরিসাধন ও হরেকৃষ্ট সেখানে পৌঁছে মন্টু মণ্ডলকে পানি তোলার কাজে বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পানি তোলার কাজে বাধা দিতে আসা ওই চার ভাই মন্টু মণ্ডলকে পেটাতে থাকে। একপর্যায়ে তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে হামলার সঙ্গে জড়িতরা জগদীশকেও বেপরোয়া মারপিট করে। 
 
আহত মন্টু মণ্ডলের শ্যালক পরিতোষ মণ্ডল বলেন, তাঁর ভগ্নিপতি ধানখেতে পানি দিতে বাধা দেওয়ার পাশাপাশি বেপরোয়া মারপিট করেছে অন্য শরিকের লোকজন। 

এ ঘটনায় শ্যামনগর থানায় মৌখিকভাবে অভিযোগ করার পর পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে। শ্যামনগর থানায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে হাসপাতালে এসে দেখে গেলাম। আহতদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে’।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি