হোম > সারা দেশ > যশোর

পুলিশ সেজে ডাকাতির সময় আসল পুলিশের হাতে ধরা পড়লেন যুবক

যশোরের মনিরামপুরে পুলিশ পরিচয়ে মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় আসল পুলিশের হাতে ধরা পড়েছেন তৌহিদুর রহমান তৌহিদ (৩৯) নামের এক যুবক। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার জোঁকা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেছেন। 

আটক তৌহিদুর রহমান তৌহিদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি গ্রামে। 

ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তৌহিদের পকেট থেকে ডাকাতির মালামাল (কানের দুল) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’ 

ভুক্তভোগী পারুল বেগম বলেন, ‘আমার স্বামী হাফিজুর রহমান মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে এক সন্তান ও শ্বশুরসহ আমি থাকি। শুক্রবার মধ্যরাতে ৫ জন মুখোশধারী ডাকাত আমাদের বাড়িতে আসে। পুলিশ পরিচয় দিয়ে ৪ জন বাড়ির ভেতরে ঢুকে আমার শ্বশুর তসলিম হোসেনকে জিম্মি করে। এরপর মেরে ফেলার হুমকি দিয়ে দরজা খুলতে বাধ্য করে ঘরে ঢুকে আমাদের বেঁধে রেখে নগদ ২০ হাজার টাকা, ১ জোড়া কানের দুল, দুটো মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।’ 

পারুল বেগম আরও বলেন, ‘ডাকাতির সময় বাড়ির ছাদে উঠে যায় তাঁরা। এই সুযোগে ছাড়া পেয়ে আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ও পুলিশ এসে একজনকে ধরে ফেলে।’ 

এসআই সঞ্জিত কুমার বলেন, ‘ডাকাতির ঘটনা চলার সময় আমাদের ক্যাম্পের পুলিশ ওই এলাকায় টহলে ছিল। ঘটনা টের পেয়ে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে গেলে ডাকাতরা বাড়ির ছাদ থেকে নিচে লাফ দেয়। এ সময় তৌহিদ নামের একজনকে পুলিশ ধরে ফেলেন। তখন ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের বাধা উপেক্ষা করে ডাকাতকে মারধর করেছে। পরে পুলিশ তাঁকে আটক করে হেফাজতে নেয়।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার