খুলনার পাইকগাছায় গলায় বরই আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আশরাফ আলির ছেলে বাবুর কন্যা।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে বাড়িতে বরই নিয়ে খেলতে খেলতে মুখে নেয় শিশুটি। গিলতে গিয়ে সেটি গলায় আটকে যায়। পরিবারের লোকজন নানাভাবে চেষ্টা করেও বের করতে ব্যর্থ হয়। এরপর তার দাদী স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান।
তবে সেই চিকিৎসকের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তিনি শিশুটিকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথেই শিশুটির মৃত্যু হয় বলে পরিবারের সূত্রে জানা গেছে।