হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দর্শনায় পুলিশ ব্যারাকে ঝুলছিল কনস্টেবলের লাশ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাক। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্ট থেকে পুলিশ কনস্টেবল শামীম হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাকে তাঁর শোয়ার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার মধ্যে দর্শনার জয়নগর চেকপোস্টের কার্যক্রম শেষ হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাকে নিজের কক্ষে ঘুমাতে যান কনস্টেবল শামীম। সকালে তিনি না ওঠায় তাঁর সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা পরে জানালা দিয়ে দেখেন শামীম ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছেন। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ দর্শনার জয়নগর চেকপোস্ট ব্যারাক ঘিরে রেখেছে। বাইরের কাউকে ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, লাশ উদ্ধার করা হচ্ছে। এখনো তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা