হোম > সারা দেশ > খুলনা

বাজারে নিত্যপণ্যের দাম আর বাড়বে না: পরিকল্পনামন্ত্রী 

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপি তেমন কিছু করতে পারবে না। দেখছেন তারা হরতাল ডেকেছে, কিন্তু গাড়ি চলেছে। জ্বালাও-পোড়াও করছে। এতে তেমন কিছু হবে না, ৫ শতাংশ ক্ষয়ক্ষতি হতে পারে। তবে বাজারে নিত্যপণ্যের দাম আর বাড়বে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় নিজ এলাকার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপি একটি নিবন্ধিত দল। তারা নির্বাচনে আসেনি, এটা তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহার করেছে। বিএনপি নির্বাচনে আসুক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আসুক, এটা আমরা চাই। কিন্তু তাঁরা যে জ্বালাও-পোড়াওয়ের মতো অসৎ উপায় অবলম্বন করেছে তা সত্যিই দুঃখজনক। 

মন্ত্রী আরও বলেন, ‘বিদেশিরা কে কী করল বা কে কী বলল, এটা দেখার বিষয় না। যখন স্যাংশন দেবে তখন দেখা যাবে। আগে থেকে ভয় পাওয়ার কিছুই নেই। ভোট ভালো হবে আমি মনে করি। ভালো হচ্ছে, আমি সবাইকে আহ্বান জানাই ভোট দেওয়ার জন্য।’ 

বাজার পরিস্থিতি নিয়ে এম এ মান্নান বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম আর বাড়বে না। তবে আহামরি যে হুট করে কমে যাবে, তা-ও না। ধীরে ধীরে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমনের ভালো ফসল হয়েছে ৷ উৎপাদন ভালো হচ্ছে, ধীরে ধীরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে। আমার মন্ত্রণালয় থেকে রিপোর্ট পেয়েছি পয়েন্ট ২ থেকে ৩ ভাগ কমেছে। আশা করি আরও কমবে, একটা সময় ৭-৮ ভাগ কমে আসবে।’ 

পরে পরিকল্পনামন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ পরিদর্শন করেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার