হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

ব্যবসায়ীর বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিকাশ এজেন্ট ব্যবসায়ীর বিকাশে খোয়া যাওয়া ১৪ হাজার টাকা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গত বৃহস্পতিবার বিকাশ ব্যবসায়ী মুকুল হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে তাঁর উদ্ধার হওয়া টাকাগুলো তুলে দেওয়া হয়। 

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে মুকুল হোসেন গত ১২ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা পুলিশে অভিযোগ দেন। তার বিকাশ থেকে টাকা পাঠানোর সময় ১৪ হাজার টাকা ভুলক্রমে অন্য বিকাশ নম্বরে চলে যায়। ওই নম্বরে যোগাযোগ করলেও বিভিন্ন ধরনের টালবাহানা শেষে মোবাইল নম্বরটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের বিকাশ ব্যবসায়ীর টাকাগুলো উদ্ধারের জন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে নির্দেশ দেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের আন্তরিক চেষ্টা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টাকাগুলো উদ্ধার করা সম্ভব করা হয়। পরে, আনুষ্ঠানিকভাবে মুকুলের হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়। 

এ সময় মুকুল হোসেন হারানো টাকা পুলিশের আন্তরিকতা ও সহযোগিতায় দ্রুত ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, পুলিশ পরিদর্শক জামিল হোসেন, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শিহাব উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রজিবুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) রমেন কুমার সরকার, কনস্টেবল মো. মিঠুন হোসেন প্রমুখ। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার