হোম > সারা দেশ > খুলনা

ভিসির দুর্নীতি: ইবিতে ইউজিসির তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার ইউজিসির তদন্ত কমিটি সদস্যরা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করেছেন।

তদন্ত কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন। 

এ ছাড়া প্রকল্প পরিচালক, অর্থ পরিচালক, প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুদক কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা সাইদুর রহমানের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে তদন্ত কমিটি। 

এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত নিয়োগ-সংক্রান্ত উপাচার্যের অন্তত ডজনখানেকেরও বেশি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে চাকরির পরীক্ষার আগে প্রশ্নফাঁস এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। এ পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। 

এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। তদন্ত শেষ হলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি