হোম > সারা দেশ > খুলনা

ভিসির দুর্নীতি: ইবিতে ইউজিসির তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার ইউজিসির তদন্ত কমিটি সদস্যরা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করেছেন।

তদন্ত কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন। 

এ ছাড়া প্রকল্প পরিচালক, অর্থ পরিচালক, প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুদক কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা সাইদুর রহমানের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে তদন্ত কমিটি। 

এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত নিয়োগ-সংক্রান্ত উপাচার্যের অন্তত ডজনখানেকেরও বেশি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে চাকরির পরীক্ষার আগে প্রশ্নফাঁস এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। এ পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। 

এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। তদন্ত শেষ হলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার