হোম > সারা দেশ > যশোর

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ও এক নারী নিহত, আহত ২

­যশোর প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। ছবি: আজকের পত্রিকা

যশোরে সড়ক দুর্ঘটনায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) ও জুই (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর–বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন যশোর সদর উপজেলার বাসিন্দা এবং জুই উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী।

আহতরা হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘হতাহতরা একটি প্রাইভেট কারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন ও জুই। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১