হোম > সারা দেশ > খুলনা

বর্ধিত ফি সমন্বয়ের দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফি সমন্বয়সহ তিন দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ফি সমন্বয় নিয়ে লুকোচুরির প্রতিবাদে আজ শনিবার এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করা কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়। 
 
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—সমন্বয়ের ঘোষণা দেওয়া ফিগুলো অবশ্যই সমন্বয় করতে হবে, এরই মধ্যে যাঁরা অতিরিক্ত ফি জমা দিয়েছেন, তাঁদের টাকা স্নাতকোত্তরে সমন্বয় করতে হবে এবং বিভিন্ন ফি দেওয়ার পরও একাডেমিক শাখার খাতায় তা না তোলার বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। 

স্মারকলিপিতে বলা হয়, ২০১৯ সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অযাচিতভাবে বর্ধিত ফি ২০ শতাংশ কমানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে প্রশাসনে রদবদল হওয়ায় আগের প্রজ্ঞাপন মানা হচ্ছে না। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত ফি সমন্বয়ের ব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বরত কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করা হবে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার