হোম > সারা দেশ > খুলনা

বর্ধিত ফি সমন্বয়ের দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফি সমন্বয়সহ তিন দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ফি সমন্বয় নিয়ে লুকোচুরির প্রতিবাদে আজ শনিবার এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করা কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়। 
 
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—সমন্বয়ের ঘোষণা দেওয়া ফিগুলো অবশ্যই সমন্বয় করতে হবে, এরই মধ্যে যাঁরা অতিরিক্ত ফি জমা দিয়েছেন, তাঁদের টাকা স্নাতকোত্তরে সমন্বয় করতে হবে এবং বিভিন্ন ফি দেওয়ার পরও একাডেমিক শাখার খাতায় তা না তোলার বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। 

স্মারকলিপিতে বলা হয়, ২০১৯ সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অযাচিতভাবে বর্ধিত ফি ২০ শতাংশ কমানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে প্রশাসনে রদবদল হওয়ায় আগের প্রজ্ঞাপন মানা হচ্ছে না। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত ফি সমন্বয়ের ব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বরত কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করা হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা