হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশু তাছপিয়র মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুটি ওই আলমতলা গ্রামের আলাউদ্দিন গাজীর মেয়ে।

শিশুটির বাবা আলাউদ্দিন গাজী বলেন, ‘সকালে আমি ধানমাড়াই করে বাড়ি আনি। আমার মেয়ে আমার পিছে পিছে ছিল। রাস্তায় কাঁদার কারণে ভ্যান রাস্তায় রেখে মাথায় করে ধান মাড়াই করা চাল বাড়িতে নিয়ে আসি। এ সময় কখন সে পুকুরে পড়ে যায় আমি জানতে পারেনি।’

আলাউদ্দিন গাজী আরও বলেন, ‘চাল রেখে মেয়েকে খুঁজতে গেলে রাস্তার পাশে পুকুরে ভাসতে দেখি। এ সময় তাঁকে পুকুর থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুকসানা আফরোজ তাকে মৃত্যু ঘোষণা করেন।’

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার