হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে মায়ের সামনে সড়কে প্রাণ গেল শিশুর

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীর কাজিপুর খন্দকারপাড়ায় তাসমিয়ার মৃত্যুতে আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে মায়ের সামনে শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাজীপুর খন্দকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

তাসমিয়া কাজীপুর বর্ডারপাড়ার জয়নাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবুল হাশেম বলেন, মায়ের সঙ্গে মামার বাড়ি কাজীপুর খন্দকারপাড়ায় এসেছিল তাসমিয়া। সেখানে হালখাতার দাওয়াত ছিল তাদের। অটো থেকে নামার পর তাসমিয়া তার মামা আবু তাহেরের দোকানে যায়। দোকান থেকে মিষ্টি নিয়ে সে আবার রাস্তা পার হতে যায়। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান স্টিয়ারিং গাড়ির ধাক্কায় প্রাণ হারায় সে। তাসমিয়ার খালু আলী হোসেন বলেন, তাসমিয়া তার মায়ের কাছ থেকে রাস্তা পার হয়ে মামার দোকানে গিয়েছিল। সেখান থেকে মিষ্টি নিয়ে আবার মায়ের কাছে ফিরে আসছিল। এ সময় দুর্ঘটনার শিকার হয় সে।

কাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক ‘আজকের পত্রিকাকে’ এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার