হোম > সারা দেশ > কুষ্টিয়া

লিচু পাড়তে গিয়ে প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধের

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ সোমবার বেলা ৩টার দিকে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃদ্ধের নাম রেজাউল আহসান লেলিন (৮০)। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা। ১৩ মে রেজাউল আহসান লিচু পাড়তে গিয়ে আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে বসতবাড়ির আঙিনায় লিচুবাগানে ওঠেন বৃদ্ধ রেজাউল হাসান। এ সময় এক ডাল থেকে অন্য ডালে পার হওয়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। গুরুত্বর আহত অবস্থায় তাঁকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার রাতে তিনি মারা যান। পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, থানা থেকে রির্পোট দেওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’