হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ধরাছোঁয়ার বাইরে গরু-মহিষের মাংস, তবুও কিনছে মানুষ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর গাংনী উপজেলার শহরসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যবসায়ীরা মহিষ, গরু ও ছাগল জবাই করতে ব্যস্ত সময় পার করছেন। তবে এক বছর ধরে বাজারে বেশি দামেই বিক্রি করা হচ্ছে এসবের মাংস। 

ক্রেতারা বলছেন, ঈদের সময় স্বজনদের ভালো খাবার খেতে দিতে বাধ্য হয়েই বেশি দামে মাংস কিনছেন তাঁরা। আর বিক্রেতারা বলছেন, বেশি দামে গরু, মহিষ ও ছাগল কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

বর্তমানে কেজিপ্রতি মহিষের মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। আর ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি। 

মাংস ক্রয় করতে আসা মতিউর রহমান বলেন, ‘মহিষের মাংসের দাম শুনে চোখ যেন কপালে উঠছে। তারপরও কিনতে হচ্ছে। কয়েক দিন পরই ঈদুল ফিতর। পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারলে নিজের ভালো লাগে।’

করমদী গ্রামের খান সাহেব বলেন, ‘মহিষের মাংস কিনলাম। প্রতি কেজি ৮০০ টাকা করে নিচ্ছে। ঈদকে সামনে রেখে কিনে রাখলাম। তবে মহিষের মাংসের দাম অনেক বেশি।’ 

বামন্দীর মো. আজমাইন আলী বলেন, ‘বাজারে মহিষের মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। আর গরুর মাংস ৭৫০ টাকা। এভাবে মাংসের দাম বাড়তে থাকলে গরিবদের কিনে খাওয়া কষ্টকর হয়ে যাবে।’ 

দেবীপুর গ্রামের বাজারে ব্রয়লার কিনেছেন রাব্বি আহমেদ। তিনি বলেন, ‘বর্তমানে সব মাংসই যেন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ব্রয়লারেরও দাম বেড়েছে। ২১০ টাকা করে কেজি নিচ্ছে।’ 

মাংস ব্যবসায়ী মো. বকুল হোসেন বলেন, ‘আমাদের বেশি দামে গরু-মহিষ ক্রয় করতে হচ্ছে। তাই মাংসের দামও বেশি। মহিষের মাংস কেজিপ্রতি ৮০০ টাকা, গরুর মাংস কেজি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।’ 

আরেক মাংস ব্যবসায়ী ইয়াসিন আলী বলেন, ‘ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা, মহিষের ৮০০ টাকা এবং গরুর মাংস বিক্রয় হচ্ছে ৭৫০ টাকা কেজি। প্রতিটা জিনিসেরই দাম বাড়ছে আমাদের কিছুই করার নেই।’ 

এ ছাড়া বাজারে ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে কেজিপ্রতি ২১০-২২০ টাকা, সোনালি ৩৭০ টাকা, লেয়ার ৩৫০ টাকা ও দেশি মুরগি বিক্রয় হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে। 

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী মাংসের দাম বৃদ্ধি করে থাকে। আমরা বাজার মনিটরিং করছি। প্রয়োজনে বাজার মনিটরিং আরও বৃদ্ধি করা হবে। আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ