হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নির্মাণাধীন ভবনে মোটরের পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রিয়াদ মাহমুদ শুভ (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ছাত্র ওই গ্রামের পুলিশ সদস্য মুক্তার হোসেনের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুভর বাবা একজন পুলিশ সদস্য। তিনি রূপসা থানায় কর্মরত আছেন। তাঁদের আসল বাড়ি জেলার খোকসা উপজেলার গোপক গ্রামে। সাম্প্রতিক সময়ে তাঁর বাবা কুমারখালীর বাটিকামারা এলাকায় একটি ভবন নির্মাণ করছিলেন। সেই নির্মাণাধীন ভবনে শুভ আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে পানি দিতে গিয়েছিল। এ সময় শুভ বিদ্যুতায়িত হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার