হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ব্রিজের সঙ্গে ঝুলছিল পল্লি চিকিৎসকের মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম তৌহিদুল ইসলাম (৪০)। আজ শুক্রবার সকালে ব্রিজের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বরপুর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, পল্লি চিকিৎসক তৌহিদুল ইসলাম কাজ শেষে রাত করেই বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে চা পান করেন তিনি। এরপর চায়ের দোকান থেকে উঠে চলে যান। রাতে আর বাসায় ফেরেননি।

পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন সকালে ব্রিজের নিচে তৌহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিছুটা দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি পড়ে ছিল। সেখানে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে মুখের ভেতর গেঞ্জি ও গলায় রশি দিয়ে বেঁধে ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ব্রিজের পাশেই তাঁর ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও স্যান্ডেল পাওয়া গেছে। এর পাশেই ঘাসের ওপরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এটা পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, রাতের যেকোনো সময় তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার