কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের এক সদস্য পদপ্রার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন অফিস।
সংরক্ষিত মহিলা আসনের ওই মেম্বর পদপ্রার্থীর নাম ফিরোজা খাতুন (৪০)। তিনি বক মার্কা প্রতীকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী ছিলেন। মৃত ফিরোজা খাতুন দৌলতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের তুফান আলীর স্ত্রী।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও হোগলবাড়ীয়া দৌলতপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা গোলাম আজম বলেন, দৌলতপুর ইউনিয়নের বক মার্কা প্রতীক নিয়ে ১,৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী ফিরোজা খাতুনের মৃত্যু হয়েছে। তবে এ আসনে বাকি প্রার্থীদের নিয়েই আজ রোববার নির্বাচন হবে।