হোম > সারা দেশ > নড়াইল

খেজুরের রস পানের পর ৬ স্কুলপড়ুয়া হাসপাতালে

নড়াইল প্রতিনিধি

নড়াইলে খেজুরের রস পান করে ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে সরসপুর বেলতলা নামক স্থান থেকে খেজুরের রস খেয়ে বমি ও শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর দুপুরের দিকে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হয়। 

তারা সবাই উপজেলা সদরের হাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। চিকিৎসক বলছেন, রসের সঙ্গে বিষ জাতীয় কিছু থাকায় এমন হয়েছে। নিপাহ ভাইরাসের জীবাণু নেই বলে ধারণা তার। 

অসুস্থ শিক্ষার্থীরা হলো—সদর উপজেলার চরবিলা গ্রামের রকিব মোল্যার ছেলে মো. তামীম মোল্যা, একই গ্রামের এরশাদ মণ্ডলের ছেলে রেজওয়ান মণ্ডল, ফোলিয়া গ্রামের লিটন মোল্যার ছেলে নাহিদ মোল্যা, একই গ্রামের ইদ্রিস মোল্যার ইমন মোল্যা, হয়দারখোলা গ্রামের মুরাদ মোল্যার ছেলে মুবিন মোল্যা এবং ইলিনদি গ্রামের ওবায়দুর রহমানের ছেলে ফাহিম হোসেন। 

অসুস্থ ছাত্র তামীম জানায়, রোববার স্কুলে আসার পর সকাল ১০টার দিকে তারা ১০-১২ জন বন্ধু স্কুল থেকে বের হয়ে পার্শ্ববর্তী সরসপুর বেলতলা নামক স্থানে গিয়ে খেজুরের রস পান করে। কিছু সময়ের মধ্যে তার বমি শুরু হয়, চোখে ঝাপসা দেখতে থাকে। একপর্যায়ে জ্ঞান হারায়। অন্যদেরও বমিসহ এক ভাবে শারীরিক অসুস্থতা দেখা দেয়। 

তামীমের মা ঝরনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানের অসুস্থতার খবর শুনে তাকে দ্রুত এনে হাসপাতালে ভর্তি করেছি। স্যালাইন চলছে।’ 

এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রেজওয়ানুল হক শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘খেজুরের রস পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ছয় শিক্ষার্থীই আপাতত শঙ্কামুক্ত। রসের সঙ্গে পয়জন জাতীয় কোনো কিছু মিশ্রিত থাকার কারণে তারা রস পান করার পর বমিসহ অসুস্থ হয়ে পড়েছে।’ 

তিনি আরও বলেন, ‘নিপাহ ভাইরাস লক্ষণ প্রকাশ পায় রস পানের দুই-তিন পর। যেহেতু রস পানের সঙ্গে সঙ্গে বমিসহ অসুস্থতা দেখা দিয়েছে, তাই তাদের নিপাহ ভাইরাস আক্রান্তের সম্ভাবনা নেই বলে ধারণা করছি।’

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার