হোম > সারা দেশ > খুলনা

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি 

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

খুলনার বটিয়াঘাটায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাসজমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এসব ভবনের মধ্যে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানও। এসব ভবনের কাজ বন্ধের জন্য এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দিয়েছেন খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুন্দরমহল বাজারের পেছনে পাউবোর মালিকানাধীন ০ দশমিক ৭৫ একর জমি দখল করে বালু ভরাটের মাধ্যমে গড়ে তোলা হয়েছে একাধিক স্থায়ী পাকা ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান। তথ্য অনুসন্ধানে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ২৯ নম্বর পোল্ডারে অবস্থিত সুন্দরমহল বাজারটি। ইতিমধ্যে প্রায় ২০-২৫টি পাকা স্থাপনা নির্মিত হয়েছে বাজারে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে জমি দখল করে ভবন নির্মাণের পর অনেকেই আবার তা বিক্রি করছেন। প্রতিনিয়ত বাড়ছে দখলের পরিমাণ ও দখলদারদের দৌরাত্ম্য।

উপজেলা প্রশাসন বলছে, জমিটি তাদের পেরিফেরি ভূমির আওতায় নয়, তাই আইনগত ব্যবস্থা নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রশাসনের দাবি, এ জমির মালিক পানি উন্নয়ন বোর্ড। উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পাউবোরই।

অন্যদিকে পাউবোর বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললে তাঁরা বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। কোনো কোনো কর্মকর্তা দখল নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান। এতে স্থানীয়দের ধারণা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় মোটা অঙ্কের টাকার বিনিময় এসব স্থাপনা গড়ে উঠেছে।

সাবেক ইউপি সদস্য শাহারুল বিশ্বাস বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে একটি মহল অবৈধ পাকা ভবন নির্মাণ করে চলছে। তাদেরকে নিষেধ করলেও শোনে না।’ তিনি আরও বলেন, ‘এখানে ছোট-বড় অন্তত ২০-২৫টি পাকা স্থাপনা রয়েছে।’

বাজারের ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর সুরখালী ইউনিয়নের আমির মো. ইয়াছিন আরাফাত বলেন, ‘আমরা চাই বাজার উন্মুক্ত ও দখলমুক্ত হোক।’

বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণ অবৈধ। তারপরও একটি মহল প্রকাশ্যে পাকা ভবন নির্মাণ করে চলেছে।’

সুন্দরমহল বাজার কমিটি ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কাশেম গাজী বলেন, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের হলেও কিছু অংশ ব্যক্তিমালিকানাধীন। তিনি বলেন, ‘এলাকার ব্যবসার স্বার্থেই আমরা বালু ভরাট করে মার্কেট করেছি।’

বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান বলেন, অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে স্থানীয় সুরখালী ভূমি অফিসের নায়েব মো. জাকির হোসেনকে পাঠানো হয়েছিল। পরে জানা যায়, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। তাই উচ্ছেদের দায়িত্ব তাদের (পাউবো)।

ইএনও থান্দার কামরুজ্জামান বলেন, ‘আমি উপজেলায় নতুন এসেছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ‘সম্প্রতি এলাকাবাসী ও ব্যবসায়ীদের এক লিখিত অভিযোগের ভিত্তিতে বেশ কিছু লোকের নাম তদন্তে আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা এবং ঘর নির্মাণকাজ বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’