হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছেলে মানিক হোসেন (১০) নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন বাবা বাবলুর রহমান (৪০)। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দুধ পাথিলা কৃষি ফার্মের নারকেলবাগানের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মানিক হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের বাসিন্দা। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে পোড়াপাড়া গ্রামের বাবলুর রহমান তাঁর ছেলে মানিক হোসেন পাখিকে নিয়ে ভ্যানযোগে (ব্যাটারিচালিত) নিজ বাড়ি থেকে জীবননগরে সাপ্তাহিক হাটে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে পাথিলা কৃষি ফার্মের নারকেলবাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে ছেলে মানিক হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় বাবা বাবলুর রহমান গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় বাবলুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত মানিক হোসেনের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেয়। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত মানিক হোসেনের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া বাবলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আমাদের জিম্মায় আছে।’ 

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’