হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মো. শাজাহানকে (৬৫) হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত ব্যক্তির ছেলে মো. সজীব হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাজাহান উপজেলার চাদপুর ইউনিয়নের গোবরা গ্রামের বাসিন্দা। বালু কেনাবেচা নিয়ে একই এলাকার আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল শাহাজানের পরিবারের। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিস হয়।

সালিসের পরদিন গত মঙ্গলবার সকালে শাজাহান বাজারে যাচ্ছিলেন। এ সময় আইচ উদ্দিন ও তাঁর ছেলে নয়ন, হৃদয়সহ কয়েকজ মিলে তাঁকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটান। পরে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই দিন রাত সাড়ে ৯টায় দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে সজিব হোসেন বলেন, ‘বালু নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে সালিসের পরদিন সকালে পরিকল্পিতভাবে বাবার ওপর আইচ উদ্দিন ও তাঁর ছেলেরা বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা চালান।’

ওসি মো. মোহসীন হোসাইন বলেন, এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার