হোম > সারা দেশ > খুলনা

প্রথম নারী এসপি পেল যশোর

যশোর প্রতিনিধি

রওনক জাহান। ছবি: সংগৃহীত

যশোর জেলায় প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে যশোরের এসপি মো. জিয়াউদ্দিন আহম্মেদকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। যদিও এর আগে জিয়াউদ্দিনকে গত ১৭ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে প্রত্যাহার করা হয়েছিল। তখন থেকে যশোরের ভারপ্রাপ্ত এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর ই আলম সিদ্দিকী।

জেলা পুলিশের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, রওনক জাহান যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন। তাঁর আগে এ জেলায় দায়িত্বরত ৫০ জন এসপি-ই ছিলেন পুরুষ।

২৭তম বিসিএসের পুলিশ কর্মকর্তা রওনক জাহান নেত্রকোনার পূর্বধলার সন্তান। তাঁর নিয়োগদানকে সাধুবাদ জানিয়েছেন যশোরের বাসিন্দারা। সীমান্তবর্তী বৃহৎ এই জেলায় অপরাধসহ নানামুখী সমস্যা মোকাবিলা করে দায়িত্ব পালন বেশ চ্যালেঞ্জিং। রওনক জাহান দৃঢ়তার সঙ্গে তা পালন করে যশোরবাসীকে অধিকতর নিরাপদে রাখবেন বলে তাঁরা আশা করছেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার